নিউইয়র্কের সবচেয়ে শক্তিশালী ইতালীয় মাফিয়া ডন হলো ভিত্তো কর্লিওন ও তার পরিবার।ডনের একমাত্র মেয়ের বিয়ের অথিতিদের তদারকির মাধ্যমে শুরু হয় মুভিটি।ডন ভিত্তো কর্লিওন পুরোনো প্রথায় জীবন-যাপনে বিশ্বাসী এবং পছন্দ করেন।তার পছন্দই পরিবারের শেষ কথা।ডন ভিত্তোর তিন ছেলের মধ্যে একমাত্র মাইকেলেরই যোগ্যতা আছে ডনের অবর্তমানে পরিবারকে নেতৃত্ব দেয়ার।কিন্তু প্রাক্তন সৈনিক ছোট ছেলে মাইকেল বাবার ‘ব্যবসা’ পছন্দ করে না।ডন কর্লিওনের বড় ছেলে সনি সাহায্য করে বাবার সাম্রাজ্য দেখা-শোনায়।তবে সে বাবার কোন গুনই পায়নি।অতি রগচটা এবং মাথা গরম তার।মেঝো ছেলে ফ্রেডো এককথায় অযোগ্য।ডন ভিত্তোকে যারা সম্মান করে তাদের কাছে তিনি অত্যন্ত বিনয়ী এবং প্রচন্ড দয়ালু।অপরদিকে তাদের প্রতি চরমভাবে নিষ্ঠুর যারা তার পরিবারের মঙ্গলের প্রতি বাধা হয়ে দাড়ায়।পুরোনো ঐতির্যকে ধরে রেখে ডন ভিত্তো মাদকের ব্যবসাকে প্রচন্ড ঘৃনা করে।তাই ডনকে মেরে ফেলার চেষ্টা করা হয়।পরিবার ও মাফিয়া সাম্রাজ্যের খাতিরে সামনে এগিয়ে আসে ডনের ছোট ছেলে মাইক।১৯৭৩ সালে অস্কারে দশটি নমিনেশ পায় মুভিটি।পুরস্কায় পায় শ্রেষ্ঠ চলচ্চিত্র,শ্রেষ্ঠ অভিনেতা,শ্রেষ্ঠ রূপান্তরিত চিত্রনাট্যে।মুভিটি পরিচালনা করেন ফ্রান্সিস ফোর্ড কপোলা।