এককভাব নির্মিত অন্যতম সেরা ছবিগুলোর একটি হল পাল্প ফিকশন এবং ছবিটির পরিচালক কোয়েন্টিন টারান্টিনো হলেন অন্যতম ক্রিয়েটিভ পরিচালকদের একজন। শুরু থেকেই ছবিটি অত্যন্ত অসাধারন। ব্রুস উইলিয়াম, স্যামুয়েল এল জ্যাকসান, জন ট্রাভোল্ট, উমা থুরম্যান, হার্ভে কিতাল, টিম রথ এবং ক্রিস্টোপার ওয়াকেনের মত অভিনেতাদের সমন্বয় ছবিটিকে করে তুলেছে আরো উদ্দিপনাপূর্ন। আমার মতে এই ছবির ব্যাপক সাফল্যের পিছনে রয়েছে এর রহস্যজনক ডায়লগ। ছবিটি তার অসাধারন নির্মানশৈলীর জন্য অস্কার পুরষ্কারে মনোনীত হয়। ৯০ এর দশকে নির্মিত ছবিগুলোর মধ্যে পাল্প ফিকশন অন্যতম। খোদ তারানতিনোর বানানো কোন ছবি এখন পর্যন্ত পিছনে ফেলতে পারেনি পাল্প ফিকশনর গুনগত মান এবং যোগ্যতাকে।আমার মনে হয় এটি সর্বকালের সেরা ছবিগুলোর একটি। IMDB মুভির লিস্ট ছবিটি স্থান পেয়েছে উপরের দিকে।